চাঁদপুরে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে রেলওয়ের শত শত জায়গা দখল করে দোকানপাট ঘরবাড়ি নির্মাণ করছে দখলবাজ চক্ররা।

শহরের বড় স্টেশন ডাকাতিয়া নদীর পাড়ে রেলওয়ের জায়গা জবর দখল করে রাতের আঁধারে দোকান পাট নির্মাণ করেছে একটি চক্র।

এই ঘটনায় পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলামের হস্তক্ষেপে দখলকৃত জায়গায় দোকান উচ্ছেদ করার হয়েছে। রেলওয়ের জায়গায় দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে রক্তের আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই জাকির সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর বড় স্টেশন রেলওয়ের নিরাপত্তা জিআরপি পুলিশের কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে দোকান নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এভাবে দিনের পর দিন রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নিয়ে দখলবাজচক্ররা সরকারি জায়গা দখল করে নিচ্ছে।

খুব দ্রুত গতিতে রেলওয়ের এই শত শত একর জায়গা দখলমুক্ত করার জোর দাবি জানান সচেতন মহল।
বড় স্টেশন মাছঘাট সংলগ্ন সাবেক সোহাগ বোডিং এর পাশে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলর অবগত করেন।

পরবর্তীতে কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম রেলওয়ের স্টেশন মাস্টার ও জিআরবি থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখলকৃত জায়গা উচ্ছেদ করার নির্দেশ দেয়। এ সময় দখলবাজ চক্রদের সাথে বাক বিতরণ সৃষ্টি হয়। পরবর্তীতে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, রেলওয়ের জায়গা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যারা রেলওয়ের জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করার জোর দাবি জানান।

একই রকম খবর