৬ষ্ঠ বার সিআইপি কার্ড গ্রহণ করলেন চাঁদপুরের জয়নাল আবেদীন

রপ্তানী বাণিজ্যে বিশেষ অবদানের জন্যে গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃর্ক আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জুন রোববার সিআইপি (রপ্তানী) কার্ড গ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি চাঁদপুর জেলার কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য, জয়নাল আবেদীন মজুমদার পর পর ৬বার সিআইপি নির্বাচিত হন এবং তাঁর ২টি রপ্তানীমুখী প্রতিষ্ঠান এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ ও বিবিজে লেদার গুডস লিঃ রপ্তানী বাণিজ্যে বিশেষ অবদানের জন্যে ৮বার রপ্তানী ট্রফি অর্জন করেন।

একই রকম খবর