চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাণ ২৬জুন (সোমবার) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা চেক বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করতে হব। সরকারি বিশেষায়িত হাসপাতালে কম খরচে উন্নত চিকিৎসা নিবেন।সরকারি হাসপাতালে খরচ অনেকটাই কম । স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল নাগরিককে স্মার্ট হতে হবে। আমি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করছি।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, সমাজসেবা অফিসার (রেজি:) মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন।
পরে জেলা প্রশাসক ৪৮ জন অসচ্ছল ব্যক্তির হাতে শিক্ষা ও চিকিৎসা সহায়তা বাবদ জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল হতে ২ লক্ষ ৮৪ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
চেকগ্রহীতাগণের মধ্যে ১শ ৯১ জন ক্যান্সার, ২৯ জন কিডনী, ৫ জন লিভার সিরোসিস, ১১ জন স্ট্রোকে প্যারালাইড, ২১ জন জন্মগত হৃদরোগ ও ২৬ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।
রোগীদের মধ্যে চাঁদপুর পৌরসভার ২৭ জন, চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, কচুয়া উপজেলায় ২৭ জন, শাহরাস্তি উপজেলায় ৪৯ জন, হাজীগঞ্জ উপজেলায় ৪১ জন, মতলব দক্ষিন উপজেলায় ২৪ জন, মতলব উত্তর উপজেলায় ১৬ জন, হাইমচর উপজেলায় ৫ জন ও ফরিদগঞ্জ উপজেলায় ৬২জন।
অনুষ্ঠানে ২শ ৮৩ জন রোগী এবং জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল হতে ৪৮ জন ব্যক্তিকে সর্বমোটট ১কোটি ৪৪ লক্ষ ৩৪ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাগুলোও বিনামূল্যে। কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে জেলা সমাজসেবা কার্যালয়।