আজ শাহতলী বাজারে বিশাল কোরবানি পশুর হাট

চাঁদপুর খবর রির্পোট: আজ ২৬ সোমবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী বাজারে বিশাল কোরবানির পশুর হাট বসবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে চাঁদপুর সদর থানা পুলিশ ও গ্রাম পুলিশ।

ঐতিহ্যবাহী শাহতলী বাজারের কোরবানির গরু ছাগলের হাট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইজারা প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী শাহতলী বাজার ইজারাদারদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে বাজারে গরু-ছাগলের হাটের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ বাজারের গরুর হাটে স্বল্প হাচিলে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে। প্রতিবছর এ হাটে প্রচুর কোরবানির পশু কেনাবেচা হয়।

এ বিষয়ে ঐতিহ্যবাহী শাহতলী বাজারে কোরবানি পশুর হাট এর ইজারাদার ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঐতিহ্যবাহী শাহতলী বাজারে কোরবানি পশুর হাটের ঐতিহ্য ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

ক্রেতা-বিক্রেতারা নিবিঘ্নে এ বাজারে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন। ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে চাঁদপুর সদর থানা পুলিশ ও গ্রাম পুলিশ।

 

একই রকম খবর