অনলাইনে চাঁদপুর থেকে মাছ ক্রয়ে ওসি আব্দুর রশিদের সর্তকবার্তা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বিদেশীদের অনলাইনে চাঁদপুর থেকে মাছের অর্ডার দিয়ে অগ্রীম টাকা দিয়ে মাছ ক্রয়ের বিষয়ে সর্তকবার্তা দিয়েছেন।

২৮মে (রবিবার) চাঁদপুর মডেল থানার ফেসবুক পেজে এ সর্তকবার্তা দেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

তিনি সর্তকবার্তায় বলেন, বিদেশীদের অনলাইনে চাঁদপুর থেকে মাছের অর্ডার দিয়ে অগ্রীম টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। প্রতারক চক্র ভূয়া আইডি কার্ড, অন্য ব্যবসায়ির ছবি ব্যবহার করে। যারা অনলাইনে মাছ কিনতে চান তারা মাছ বিক্রেতার কথোপকথনের ভিডিও নিবেন, পাশের অন্য যে কোন একজন মাছ বিক্রেতার ভিডিও নিবেন, সাথে সাথে মাছ বাজারের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম, মোবাইল নম্বর নিবেন।

তিনি সর্তকবার্তায় আরো বলেন, প্রয়োজনে অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর থানার মোবাইল নং- 01320-115981 তে যোগাযোগ করে মাছ বিক্রেতার সম্পর্কে নিশ্চিত হবেন।

 

সম্পর্কিত খবর