চাঁদপুরে ২০০ চায়না দুয়ারি চাই জব্দ

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ ধরার ২০০ চায়না দুয়ারি চাই (ফাঁদ) জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৪ মে) দিনগত রাতে জব্দকৃত চাইগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে কোস্টগার্ড চাঁদপুর ও সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব চাই জব্দ করেন।

বৃহস্পতিবার দুপুরে অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পালের বাজার সংলগ্ন ওভার ব্রিজে যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্যানগাড়ী করে পরিবহনের সময় নতুন ২০০ চায়না দুয়ারি চাই জব্দ করে আগুনে পোড়ানো হয়। এসব চাইগুলোর সাথে মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলাম ও কোস্টগার্ড টহল সদস্য।

সম্পর্কিত খবর