শাহরাস্তিতে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা

স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তিতে মোবাইল কোটের মাধ্যমে এক বেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১০ মে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ওই জরিমানা করেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানান।

উপজেলা ভূমি অফিসের দায়িত্বশীলরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শক্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পৃর্ব ইউনিয়নের মনিপুর মৌজায় অবৈধভাবে ভ্যাকু দিয়ে ফসলী কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘন অপরাধে ১৫(১) ধারয় ভ্যাকু মালিকে ১ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময়ে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টীম।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে সংশ্লিষ্ট অফিসের দায়িত্বশীলরা জানান।

সম্পর্কিত খবর