বাগাদীতে নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা চৌরাস্তা মোড়ে নিরাপদ সড়ক চাই সদর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির দেওয়া লিফলেট বিতরণ করেন চাঁদপুর জেলা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য রটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আরটিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী ,চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সম্পাদক সেক্রেটারি মাহবুবুর রহমান সুমন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ শওকত করিম,

বাগাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও নিরাপদ সড়কের সদস্য মোঃ সানাউল্লাহ মুন্সী, ইফতেখার উদ্দিন লিটন , শফিকুর রহমান কবিরাজ, রুহুল আমিন কবিরাজ ,

নিরাপদ সড়ক চাই পৌর কমিটির সদস্য বাবুল মোল্লা, মোঃ নজরুল ইসলাম , মোঃ মাসুদুর রহমান ,মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ তাহের কবিরাজ মোহাম্মদ সুমন কবিরাজ, মোঃ সাগর গাজী , মোহাম্মদ কামরুজ্জামান গাজী সহ অন্যান্যারা ।

একই রকম খবর