মতলব দক্ষিনে ২৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ‘ নগদ’ এর কর্মকর্তা

গোলাম সারওয়ার সেলিম ঃ মতলব দক্ষিণ উপজেলায় অভিনব কায়দায় গ্রাহকদের ২৫ লক্ষাধিক টাকা নিয়ে ‘ নগদ’ এর ডিস্টিভিউশন সেলস অফিসার রিয়াদ হোসেন জনি মিয়াজী উধাও হয়ে গেছে।তার বাড়ি মতলব পৌর সভার ভাংগারপাড় এলাকায়।

সে ”নগদ’ মতলবের এম এস, আবুল খায়ের সিদ্দিকীর ডিলারের ডি.এম.ও পদে প্রায় ৪ মাস যাবৎ ওই পদে চাকুরী করে আসছেন। নগদ মতলবের ডিলার আবুল খায়ের সিদ্দিকী জানান, গত ৬ এপ্রিল সকাল ৯টায় নগদ এর মতলব ডিলার অফিস থেকে প্রায় ৭লক্ষাধিক টাকা নিয়ে মতলবের বিভিন্ন এজেন্টদের উদ্দেশ্য বের হন।

পরে বিভিন্ন এসআর থেকে প্রায় ১৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। ওইদিন রাত ৯ টার মধ্যে অফিসে না আসায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে নানা ধরনের অজুহাত দিয়ে বলে এজেন্টরা টাকা দিতে বিলম্ব করছে তাই আসতে দেরী হচ্ছে। পরদিন শুক্রবার পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি সচল থাকলেও শনিবার থেকে বন্ধ পাওয়া যায়।

পরে তিনি মতলব দক্ষিণ থানায় তার ডি এম ও এর বিরুদ্ধে একটি প্রতারণা অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন,তাকে খোজে বের করার জন্য চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর