চাঁদপুর শহরের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চাঁদপুর শহরের মিশনরোড গাজী ফার্মেসীসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, আজ শহরের মিশন রোড ও চিত্রলেখার মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় গাজী ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং এমআরপি বিহীন পণ্য বিক্রির দায়ে তুবা মার্ট জেনারেল স্টোরক্কে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার চৌকস পুলিশ দল। ভোক্তার অধিকার সংরক্ষনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর