চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেনের সময় নির্ধারণ

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ চার যুগ পর চালু হতে যাচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন। আট কোচের এ ট্রেনটি ঈদের আগে চারদিন এবং পরে পাঁচদিন চাঁদপুর-সিলেট রুটে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, অত্যন্ত জনপ্রিয় ও ব্যবসা বহুল লোকাল ট্রেনটি ৪৮ বছর আগে বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি। সিলেট থেকে ছাড়বে ১৬:৩০ (বিকেল ৪:৩০ মিনিট)

চাঁদপুর থেকে ছাড়বে ৪:৩০ (ভোর)। স্টপেজ: মাইজগাঁও, কুলাউড়া জংশন, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, নোয়াপাড়া, আখাউড়া জংশন, কুমিল্লা, লাকসাম জংশন, চিতোষী, মেহের, হাজীগঞ্জ, মধুরোড, চাঁদপুর।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, এবারই প্রথম পরীক্ষামূলকভাবে স্পেশাল ট্রেনটি চলবে। এর আদেশ কপির চিঠি হাতে পেয়েছি। টিকেট অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশনে কাটা যাবে। আগে ঈদের আগেও পরে সময় নির্ধারণ হয়েছে।

গতকাল সময় ও স্টপেজ নির্ধারণ হয়েছে। আশা করছি, এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরো একধাপ এগিয়ে যাবে।

সম্পর্কিত খবর