চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬মার্চ (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, তোমাদের জাতীয় সকল দিবস সম্পর্কে জ্ঞান ও ধারনা অর্জন করতে হবে। আমরা বঙ্গবন্ধুর জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি, দেশ স্বাধীন হওয়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এ দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর। তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। সে স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী,কলেজ অফিস ইনর্চাজ রানা সরকার,অফিস সহায়ক হযরত আলী,অফিস সহায়ক আরিফ মিজিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।