চাঁদপুর মেঘনা নদীতে গোলাম মাওলা ফেরির ধাক্কায় জেলে নৌকা ডুবি

স্টাফ রির্পোটার : চাঁদপুর হরিনা-শরীয়তপুর নৌ রুটে চলাচলকারী ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা’ নামের রো রো ফেরির ধাক্কায় একটি জেলে নৌকা নদীতে তলিয়ে গেছে। নৌকা থেকে সাত জন জেলে নদীতে ঝাঁপ দিলে ৬ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও সুনু গাজী নামে ১ জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ সুনু গাজী চাঁদপুর ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার বাসিন্দা রহিম গাজীর পুত্র।
মঙ্গলবার ভোরে হরিনা ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া গোলাম মাওলা’ নামের রো রো ফেরির ধাক্কায় এই জেলে নৌকাটি নদীতে নিমজ্জিত হয়েছে।

নদী থেকে ছয় জন জেলে সহ তলিয়ে যাওয়া নৌকাটি উদ্ধার করেছে অন্যান্য জেলেরা ।

এদিকে. গোলাম মাওলা’ নামের রো রো ফেরির মাস্টার করিম ঘটনার পর থেকেই পালিয়ে রয়েছে।
জেলেরা জানিয়েছে, নদীতে জেলে নৌকার ইঞ্জিল বিকল হয়ে যাওয়ায় তারা সিগন্যাল দেওয়া সত্ত্বেও গোলাম মাওলা ফেরির মাস্টার করিম নৌকার উপর উঠিয়ে দেয়। সুনু গাজী ফেরির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত মাস্টারের বিচারের দাবি জানান জেলেরা।

সম্পর্কিত খবর