ফরিদগঞ্জ গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে থানা পুলিশের ৬ নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং, কিশোরগ্যাং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে পারবে না। এ সকল অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, শীতের রাতে আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন। তাদের তথ্য আমাদেরকে জানান, আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।

বিট অফিসার এস. আই আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল, গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সংসদ সদস্যের প্রতিনিধি রফিকুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য আহছান দর্জি, আসাদুজ্জামান কালু।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন দেওয়ান, ইউপি সদস্য মহন পাটওয়ারী মানিক, আব্দুল কাদের পাটওয়ারী, হারুনুর রশিদ, কইতরি বেগম, ঝর্ণা আক্তার, রোকেয়া বেগম প্রমূখ।

সম্পর্কিত খবর