শিক্ষিকা নাজমা আক্তারের নিহতের ঘটনায় মামলা চার্জসীট অনিশ্চিত !

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ঘোষেরহাটে ঘাতক বোগদাদ বাসের আঘাতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন ১০৫ ধারায় আইনে মামলা (নং ৪৭ তাং ২১নভেম্বর ২০২২ ) চলছে ধীরগতিতে ।

উক্ত আলোচিত মামলাটি চার্জসীট হবে কবে তা অনিশ্চিত হয়ে পড়েছে । ১মাস ২৩দিন অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি নেই । এরই মধ্যে ঘাতক বোগদাদ বাসের চালক আদালতে আত্নসমার্পন করে কারাগারে যান এবং পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়েছেন । এখন আটক জব্দ ঘাতক বোগদাদ বাস ছাড়িয়ে নিয়ে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন বোগদাদ বাসের মালিক পক্ষ । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সলিমউল্লাহর ভূমিকা নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠেছে । বোগদাদ বাসের পক্ষে একটি চক্র জোরালো ভাবে তৎবির চালিয়ে যাচ্ছেন ।

উক্ত মামলার বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেব এখনোও ধরাছোয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে । চার্জসীটে বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেবকে অর্ন্তভূক্তির দাবীও করছেন বাদী পক্ষ । মামলায় শুধুমাত্র এখনো ড্রাইভার আসামী রয়েছে ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ গতকাল ১৫ জানুয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান ঘোঘেরহাটে শাহতলীর সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলায় তদন্তের বিষয়টি মামলার আইওকে গুরুত্বের সাথে দেখতে বলবো । আবশ্যই মামলারটি চার্জসীট হবে । দ্রুত চার্জসীট দেওয়ার ব্যবস্থা নিবো ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই তদন্তকারী কর্মকর্তা সলিম উল্লাহ দৈনিক চাঁদপুর খবরকে জানান,মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি ।

সম্পর্কিত খবর