
স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পূর্নমিলনী অনুষ্ঠানের ৪১ সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়। আয়োজক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিল্লাল হোসেন মিয়াজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল আলম মিয়াজী। কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন খোরশেদ আলম মিয়াজী, সুমন সরকার (প্রধান শিক্ষক), আকলিমা (সহকারী শিক্ষক) ও মোল্লা জুয়েল।
কমিটির অন্যান্যরা হলেন,সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, কাদির মুন্সি ও আনোয়ার মিয়াজী। যুগ্ম সম্পাদক জুয়েল কাজী ও শাকিল মিয়াজী,অর্থ সম্পাদক নাঈম গাজী, সহ-অর্থ সম্পাদক হাছিব খান, প্রচার সম্পাদক জয়নাল গাজী, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন ও হাসান মিয়াজী।
এছাড়া অনুষ্ঠান সফল করার লক্ষ্যে কয়েকটি উপকমিটি করা হয়েছে: প্রবাসী বিষয়ক উপকমিটির আহ্বায়ক জহির হোসেন পাশা,সদস্য হিসেবে রয়েছেন গাজী মোহাম্মদ বেলাল হোসেন, ইকবাল মিয়াজী, নাছির উদ্দিন হৃদয়, শামীম গাজী, জিএম আব্দুর রহামান রাসেল, শাহাদাত পাটোয়ারী, ওয়ালি উল্লাহ রাসেল, মনির হোসেন গাজী, শুক্কুর মিয়াজী, মাহফুজ প্রধান ও সালমান মোল্লা।
সাজসজ্জা বিষয়ক উপকমিটির আহ্বায়ক নাছির গাজী, সদস্য নাছির মিয়াজী ও ফরহাদ গাজী। আপ্যায়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক বোরহান বকাউল, সদস্য রনি গাজী। রেজিস্ট্রেশন বিষয়ক উপকমিটির আহ্বায়ক নাজমুল মিয়াজী, সদস্য রাকিব মুন্সি ও মহিন মিয়াজী।
আসন্ন পূর্ণমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটি খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম হাতে নেবে। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে।




