হাইমচরে ফার্মেসি ও হোটেল রেস্তোরাঁকে ৩৪ হাজার টাকা জরিমানা

হাইমচর প্রতিনিধি : ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তার উপস্থিতিতে রোববার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত অবৈধ রেস্তোরাঁ এবং ফার্মেসির বিরুদ্ধে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় কালু হোটেল, বিসমিল্লাহ সুইটস এন্ড রেস্তোরাঁ এবং ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ জিনিস, অস্বাস্থ্যকর এবং অপরিষ্কার অবস্থায় খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে উল্লেখিত ফার্মেসী ও হোটেল-রেস্তোরাঁকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইমচর উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসী ও হোটেল-রেস্তোরাঁকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত খবর