
মহসিন হোসাইন : স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, একটি কন্যা শিশু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির আশীর্বাদ। আমাদের সমাজে প্রতিটি কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করা মানে একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ করা। আজকের কন্যারাই আগামী দিনের মাতা, শিক্ষক, বিজ্ঞানী, প্রশাসক, উদ্যোক্তা— যারা জাতিকে পথ দেখাবে। আমরা চাই, কোনো কন্যা শিশু যেন অবহেলার শিকার না হয়, যেন তারা নিজের স্বপ্ন পূরণের জন্য সমান সুযোগ পায়। পরিবার থেকে সমাজ—সবখানে নারীর প্রতি সম্মান ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসন সবসময় নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, প্রতিটি কন্যা শিশুর হাসি আমাদের সমাজে আলো ছড়িয়ে দেবে এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার এর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি প্রধানগণসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্্যালি বের করা হয়।




