শাহমাহমুদপুরে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ও বাস্তবায়নের লক্ষ্যে ইউপি সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর, মঙ্গলবার বিকেলে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

সভায় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন বলেন,”উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা। সকল ওয়ার্ড ভিত্তিক প্রকৃত চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিকল্পনাই হবে প্রধান ভিত্তি।” তাছাড়া আপনারা ব্যক্তি স্বার্থের প্রকল্প প্রস্তাবনায় রাখবেন না। যেখানে জনস্বার্থ জড়িত রয়েছে সেই সব প্রকল্প আপনারা প্রস্তাবনায় রাখবেন।

এ সময় ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। এছাড়া মতামত প্রদান করে বলেন, জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পসমূহের লিখিত প্রস্তাবনা তারা ইউনিয়ন পরিষদের প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রেরণ করবেন। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী, ইব্রাহিম তালুকদার, মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম প্রমুখ।

এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা কাউছার, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাশেম গাজী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার,

সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক আরিফ কাজী।

সম্পর্কিত খবর