আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে চাঁদপুরে মতবিনিময়

মহসিন হোসাইন : চাঁদপুরে “তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পিআইডির উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হ্যামান। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং সাহসিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। এই শক্তিশালী মাধ্যমকে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজে লাগাতে হবে। গণমাধ্যম সত্য ও নির্ভয়ে সংবাদ প্রকাশ করবে—এটাই প্রত্যাশা। আমরা দেখেছি অনেক সময় সাংবাদিকরা সত্য বলতেও ভয় পান। কিন্তু সাহসী ভূমিকা ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম ভয়হীনভাবে সংবাদ প্রকাশ করবে। তোষামোদী সাংবাদিকতা গণমানুষের আস্থা হারায়। খারাপ কাজের মতোই ভালো কাজের সংবাদও তুলে ধরতে হবে। সত্য প্রকাশের মধ্য দিয়েই সমাজে জবাবদিহিতা তৈরি হয়, আর সেখান থেকেই গড়ে ওঠে সুশাসনের বাংলাদেশ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। তাঁরা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি জনগণ ও প্রশাসনের মধ্যে সংযোগ সেতু হিসেবেও কাজ করে।

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ ও বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান।

এ ছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক রিয়াদ ফেরদৌস, ফারুক আহাম্মদ, মুনাওয়ার কানন, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ইলিয়াছ পাটোয়ারী, কেএম সালাউদ্দিন, ওয়াদুদ রানা, শাহরিয়ার পলাশ প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, নৈতিকতা, সাহস ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রগতিশীল।

সম্পর্কিত খবর