হাজীগঞ্জে ফেসবুকে পোস্ট শেয়ারদাতা জামায়েত নেতাকে দল থেকে অব্যাহতি

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা বাজারে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়।

এ ঘটনায় সেই পোস্টদাতা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান। সেই সাথে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দল থেকে অব্যাহতির বিষয়টি ফেসবুকে একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ।

তারেক রহমান ও রুমিন ফারহানার এডিট করা মূর্তি বানানো ছবি পোস্ট করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় দু’দলের ২৪ জন আহত হয়েছে।

অভিযুক্ত মাওলানা ইলিয়াস হোসেন জানান, আমার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি আমার অসাবধানবশত শেয়ার হয়েছে। বিষয়টি আমাকে কয়েকজন জানানোর পর আমি ডিলেট করে দেই। ঘটনা যা হয়েছে, তা নিয়ে আমি ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি।

 

সম্পর্কিত খবর