হাজীগঞ্জের দুই যুবক পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে বিজিবির হাতে আটক 

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের দুই যুবক পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে ভারত থেকে আসার পথে বিজিবির হাতে আটক করা হয়। আটক যুবক ফারুক হোসেন (২০) ও রাব্বি হোসেন (২১) এর গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে দক্ষিণ রায়চোঁ গ্রামে।

আটক দুই যুবক গত কয়েক বছর অবৈধভাবে ভারতে গিয়ে কোলকাতা শহরে রাজমিস্ত্রীর হেলপারের খাতায় নাম লিখিয়েছিলেন। সম্প্রতি ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের আটকের আতঙ্কে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার রাস্তা খুঁজছিলো।

শনিবার ( ২৪ মে) কলকাতা হতে ট্রেনযোগে শিলিগুড়ি আসে। এরপর তাদের ফাঁসিদাহ চটেরহাট ও মুড়িখাওয়া গ্রাম ঘুরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীর ফাঁকা এলাকা দিয়ে পার করিয়ে দেয়া হয়। এরপর তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

শুক্রবার ২৩ মেদুপুরে নদী পাড়ি দিয়ে আসার সময় বিজিবি তাদের দেখতে পেয়ে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কথাগুলো বিজিবিকে জানান। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা যে বক্তব্য দিয়েছে তা আদৌ সত্য কিনা।

সম্পর্কিত খবর