চাঁদপুর চেয়ারম্যান ঘাটে ঘর করতে বাধাঁ দেওয়ায় হামলা : থানার জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর  ১২ নং পৌর ওয়ার্ড দক্ষিণ বিষ্ণুদী শেখবাড়ী চেয়ারম্যান ঘাট জিটি রোডে ঘর নির্মান করতে বাধাঁ দেওয়ায় হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি দায়ের করা হয়েছে। জিডি নং-১৫১০, তারিখ: ২১/০৫/২০২৫খ্রি।

২১মে ভিকটিমের আত্মীয় মোঃ মোশারফ হোসেন কারী (৪৯), পিতা: মোঃ বাচ্চু কারী, মাতা-রোশনারা বেগম, সাং -বড় শাহতলী, পো: শাহতলী, থানা চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর বাদী হয়ে এ জিডি করেন।

এতে আসামী করা হয় ১। মো: মিতাত শেখ (২৭), পিতা: মো: শাহজাহান শেখ, ২। মোঃ আল আমিন শেখ (৩৭), পিতা: মো: ফজলুল হক শেখ, ৩। ওমর ফারুক (২২), পিতা: মো: ফজলুল হক শেখ, ৪। মোঃ ফিরোজ শেখ (৩৫), পিতা: মো: শাহজাহান শেখ, সর্বসাং-দক্ষিণ বিষ্ণুদী, শেখ বাড়ী, চেয়ারম্যান ঘাট, জিটি রোড, ১২নং পৌর ওয়াড, থানা ও জেলা-চাঁদপুর।

এ ব্যাপারে তদন্তকারী কমকতা  চাঁদপুর মডেল থানার এসআই কুদ্দুস গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, উক্ত জিডির ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছি । অচিরেই আসামীদের বিরুদ্ধে আদালতে (নন জিআর ) চাজসীট জমা দিবো ।

জিডি সূত্রে জানা যায়, ভিকটিম মো: শফিকুর রহমান টিপু সম্পর্কে বাদীর ভগ্নিপতি। বিবাদীগণ তাঁরই আত্মীয় স্বজন। বিগত কয়েকমাস পূর্বে ভগ্নিপতি পৈত্রিক সূত্রে মালিকীয় সম্পত্তি খারিজ পূর্বক (খাতিয়ান নম্বর: ৬৩৯৬, বিষ্ণুদী মৌজা, জমির পরিমাণ: ৩.৩৮৫ শতাংশ) বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে বিবাদীগন আমার বোন ভাগিনার প্রতি বাক্তিগত হিংসা ও আক্রোশ বশত: তাদেরকে বিল্ডিং ঘর নির্মান করিতে দিবে না বলিয়া বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিলো।

ঘটনার দিন ১নং সাক্ষী বাদীর ভগ্নিপতি তার বসত ঘরে অবস্থান কালে ১-৪নং বিবাদীগন পূর্ব বিরোধের জের ধরিয়া ঘরের বাহির থেকে ইটের টুকরা নিক্ষেপ সহ লাঠি সোডা দিয়া পিঠাইয়া আমার বোনের বসত ঘরের জানালার গ্যাস ভাংচুর করিয়া প্রায় ২,০০০ টাকা ক্ষতি করে।

তখন আমার ভগ্নিপতি ঘরের ভিতর হইতে বাহিরে আসিয়া ভাংচুরে বাধা নিষেধ করিলে বিবাদীগন তাহাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ও উস্কানিমূলক কথাবার্তা বলে। এক পর্যায়ে বিবাদীরা আমার ভগ্নিপতি ০১নং সাক্ষীর উপর অতর্কিত আক্রমন করে। ০১নং বিবাদী এলোপাতাড়ী ভাবে কিল,

ঘুষি মাবিয়া আমার ভগ্নিপতির শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ০২নং বিবাদী ঘুষি দিয়ে আমার ভগ্নিপতির বুকে বেদনা দায়ক জখম করে। আমার বোন ও ভাগ্নি অর্থাৎ ২ ও ৩নং সাক্ষী আগাইয়া আসিলে ৩ ও ৪নং বিবাদীদ্বয় ২ ও ৩নং সাক্ষীকে এলোপাতাড়ী মারধর করিয়া তাদের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। তাদের ডাক চিৎকার শুনিয়া বাড়ীর লোকজন আসিয়া বিবাদীদের নিবৃত করে।

এই সময় বিবাদীরা প্রকাশ্য আমার ভগ্নিপতি ও বোন ভাগ্নিকে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি ধামকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। উপরোক্ত বিবাদীরা উগ্র ও উচ্ছৃংখল প্রকৃতির লোক হওয়ায় তাহারা কথায় কথায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া আমার বোন, ভাগিনাদের মারধর করিতে দৌড়াইয়া আসে। বিবাদীদের এহেন আচরনে তাহারা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে।

সম্পর্কিত খবর