
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সাহিত্য একাডেমীর কার্যকরী কমিটি গঠনের নিমিত্ত সাহিত্য একাডেমী, চাঁদপুরের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে।
গতকাল ২১মে চাঁদপুর সাহিত্য একাডেমীর কার্যকরী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসান সাখাওয়াত জামিল সৈকত এ তফসীল ঘোষনা করেন।
ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়ন ২২মে থেকে ২৪মে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাঁদপুর সদর ও সাহিত্য একাডেমী, চাঁদপুর কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাঁদপুর সদর ও সাহিত্য একাডেমী, চাঁদপুর কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২৫মে-২০২৫খ্রি বিকাল ৫টায়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬মে-২০২৫খ্রি বিকাল ৫টায়। ৩১মে ২০২৫খ্রিস্টাব্দ তারিখে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নির্বাচন চলবে ।
এতে আরো বলা হয় ১. সহ-সভাপতি ও মহাপরিচালক পদের মনোনয়ন ফরম ১,০০০টাকা এবং পরিচালক ও নির্বাহী সদস্য পদের মনোনয়ন ফরম ৫০০ টাকা জমা দিয়ে সংগ্রহ করতে হবে। ২. নির্বাচন উপলক্ষ্যে কোন সদস্য নির্বাচনী প্রচারণায় কোনোরূপ মিছিল, জনসভা, শোভাযাত্রা, লাউড স্পিকার, পোস্টার এবং মোটর সাইকেল শোভাযাত্রা করতে পারবেন না। ৩. নির্বাচনী প্রচারণায় ৫.৫ ইঞ্চি বাই ৮.৫ ইঞ্চি সাদা কালো লিফলেট ব্যতীত অন্যকোনো খাতে অর্থব্যয় বা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না।
উল্লেখ্য, ২১মে চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর সাহিত্য একাডেমীর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় চাঁদপুর সদন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সদস্য করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. আনিসুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ নাজমুল হুদা বিজয়।
চিঠিতে বলা হয় উক্ত কমিটি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী বিধি প্রণয়ন, নির্বাচনী তফসিল জারি ও প্রণীত সর্বশেষ সদস্য তালিকার ভিত্তিতে ভোটগ্রহণসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ৫ জুন ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সম্পন্নপূর্বক জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন দাখিল করবেন।