চাঁদপুরে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মহসিন হোসাইন: চাঁদপুরে শিক্ষা, সংস্কৃতি, মাদক নিয়ন্ত্রণ, শ্রমবাজার, শিল্পমুখী কার্যক্রম ও সমাজ উন্নয়ন বিষয়ে আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ্য সহযোগিতায় ও বি. পরিক্রমা নিউজ বিডি.কম এর আয়োজনে গতকাল (১৭ মে ২০২৫ খ্রি.) শনিবার বিকেল ৩টায়, চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

তিনি বলেন, তোমরা এতদিন ছিলে একটি কমফোর্ট জোনে। এখন জিপিএ-৫ পেয়ে তোমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নিতে যাচ্ছ। নিজেদের প্রস্তুত করতে হবে আরও বৃহৎ লক্ষ্যের জন্য। ইংরেজিতে দুর্বলতা থাকলেও আগে থেকে প্রস্তুতি নিলে তা কাটিয়ে ওঠা সম্ভব এবং তা তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক সংক্রান্ত তথ্য প্রশাসনকে দিয়ে সহায়তা করতে হবে। জীবনের লক্ষ্য পূরণে যা সহায়ক, সেসব অভ্যাসই গড়ে তুলতে হবে।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা সাবেক দুবারের মহিলা এমপি সমাজসেবক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত ২২ বছর থেকেই টিউশনির অর্থ সঞ্চয় ও ব্যবসায় কাজে লাগানো এবং ২৪ বছর থেকে ব্যবসার প্রসার ঘটানো। উদ্যোক্তা হতে হবে, বিশেষ করে নারীদের অগ্রসর হতে হবে। সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে নিজ নিজ নৈতিকতায়। সমাজে অনৈতিক কাজ বাড়ছে, এগুলো রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।নিজেরা উদ্যোক্তা হয়ে নারী সমাজকে এগিয়ে নিতে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডঃ এ.এম.এম. আনিসুল আউয়াল, মুফাবা মহাসচিব ও নির্বাহী পরিচালক ড. মোঃ সলিম উল্লাহ (পিএইচডি), চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সদস্য মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজী, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র পক্ষ থেকে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্পর্কিত খবর