
স্টাফ রির্পোটার : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে ভবনের নিচতলার কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ডাঃ এস এম শহীদুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রয়াত চিকিৎসক এবং ডায়াগনস্টিক ও হাসপাতালের মালিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম এন হুদা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, ফ্যামেলি প্লানিং এর সাবেক উপ পরিচালক ডাঃ জাহাঙ্গীর খান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুকিত সফিউল আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাজন কুমার দাস, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র চিকিৎসক ডাঃ মুকবুল আহমেদ, সাবেক সিভিল সার্জন ডাঃ জি এম ফারুক, ডাঃ মাইনুল ইসলাম, ডাঃ এম এ গফুর প্রমুখ।
ইফতার মাহফিলে চাঁদপুরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক, বিভিন্ন পর্যায়ের সব চিকিৎসকগণ মিলিয়ে দুই শতাধিক মানুষ অংশ গ্রহন করেন৷ ইফতারের স্পন্সর ছিলেন দেশের খ্যাতনামা ঔষধ কম্পানি এভারেস্ট ফার্মাসিটিক্যালস লি.।




