
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) বিকেলে শাহ্ মাহমুদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিলের এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ্ মাহমুদপুর ইউনিয়ন শাখা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি বলেন, দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করার পায়তারা চলছে। দেশ যখন একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এসে বিভিন্ন অজুহাতে ফ্যাসিস্ট এর দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। সাথে ক্ষমতার নেশায় আরেকটি দলের কিছু নেতা কর্মীরা সব জায়গায় আদিপত্য বিস্তার এবং দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে অসহায় ব্যক্তিদের বরাদ্দকৃত খাদ্য লুটপাট করছে,
যারা বাধা দিচ্ছে তাদের উপরে তারা চড়াও হচ্ছে, এটা আমাদের প্রত্যাশা ছিলনা। আমরা মনে করেছিলাম যেহেতু স্বল্পমেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মাধ্যমে বিতারিত ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারের পরে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে ।
আমরা যারা দেশকে ভালবাসি সবাই মিলেমিশে সমান ভাবে নাগরিক অধিকার ভোগ করতে পারবো এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু একটি দল নির্বাচনের আগেই তারা ক্ষমতার সকল সুবিধা ভোগ করার চেষ্টা করছে জনগণ এটা ভালো চোখে দেখছেনা। মনে রাখতে হবে ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে নাই ক্ষমতা মানুষের সম্মান রক্ষা করতে পারে নাই এই ক্ষমতার অপব্যবহারএকদিন অনেকের জন্য অপমানের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে মনে হয় আমরা বিবেক শূন্য মানুষ হিসেবে জাতির কাছে বিবেচিত হবো।
তিনি আরো বলেন, দেখুন আওয়ামী লীগের অনেক লোক সমাজে বসবাস করছে তারা নিরীহ আওয়ামী লীগ হিসেবে হয়তো এলাকায় পরিচিত কিন্তু আজকে তারাও মাথা উঁচু করে কথা বলার সাহস পাচ্ছেনা। কারণ যারা বিগত দিনে অন্যায় অপরাধ করেছে তাদের লাগাম টেনে না ধরার কারণে আজকে তারাও সমাজে অপমানিত হচ্ছে।
তাই আমরা আশা করব দেশকে আর পিছনের সেই নোংরা কলুষিত বিকৃত রাজনীতির দিকে না নিয়ে সামনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
ইসলামী আন্দোলনের শাহ্ মাহমুদপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম কাউসার আহমেদের সভাপতিত্বে সেক্রেটারি দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ আসাদুল্লাহ সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।