চাঁদপুরে মুরগি বিক্রেতাকে বোগদাদ স্টাফদের মারধর

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মুরগি বিক্রেতাকে বোগদাদ স্টাফদের মারধরের ঘটনা ঘটেছে।

গতকাল (২৪ মার্চ) সোমবার চাঁদপুর চেয়ারম্যান ঘাট ডিসি অফিসের সামনে ঘটনাটি ঘটে।

এসময় আহত মুরগি বিক্রেতা রাজু জানান, তাঁর সাথে দীর্ঘদিন ধরে বোগদাদ বাসের স্টাফরা রাস্তাঘাটে দেখলেই হাঁসি ঠাট্টা করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাঁকে। নিত্যদিনের ন্যায়, আজ‌ও তাঁরা তাঁর সাথে রাস্তায় পেয়ে ইয়ার্কি ফাজলামি শুরু করছে।

একপর্যায়ে(মুরগি বিক্রেতা)রাজু রাগান্বিত হয়ে বাসের স্টাফদের সাথে কথাকাটাকাটি হলে, দু’পক্ষের টানাহেঁচড়ার মধ্যে রাজুকে ব্যাপক মারধর করার পরে মাথায় আঘাত লেগে ফেটে যায়। শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি দেয় বোগদাদ স্টাফরা।

পরে স্থানীয়রা এগিয়ে আসলে ড্রাইভার দ্রুত গতিতে বাস চালিয়ে চলে যায় সেখান থেকে।
স্থানীয়রা কয়েকজন জানান, যদি আরেকটু সময় পেতো তাহলে তারা তাঁকে গাড়ি চাপা দিয়েই মেরে ফেলতো, এই রকমটাই হয়েছে বলে জানান।

এরপর স্থানীয় লোকজন এসে বোগদাদ কোম্পানির আরেকটি বাস আটকে রাখে এবং প্রতিবাদ করতে দেখা গেছে। তবে বোগদাদ বাসের স্টাফ দ্বারা রোজার দিন এইভাবে একজন অসহায়, মুরগি বিক্রেতা ও রোজাদার ব্যাক্তি আহত হ‌ওয়ায় চাঁদপুর চেয়ারম্যান ঘাট এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা যায়।

পরে আটকে রাখা বোগদাদ বাসের ড্রাইভার জানান,যে বোগদাদ গাড়িটি ঘটনাটি ঘটিয়েছে তার নাম্বার- ৯০৫০। এই ঘটনায় স্থানীয়রা বলেন, যারা এগিয়ে গেছে লোকটিকে বাঁচানোর জন্য, তাঁরাও কয়েকজন মারধরের শিকার হয়েছেন।

এই নিয়ে বোগদাদ এর চাঁদপুর কাউন্টার এর দায়িত্বে থাকা প্রতিনিধি দুদু বকাউল এর সাথে কথা বললে তিনি বলেন, এই বিষয়ে কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহন করবে শুনেছি। তবে চাঁদপুর মডেল থানায় বসার কথা শুনেছি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার কাছে এই বিষয়ে জানতে চেয়ে ফোন করলে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর