চাঁদপুর জেলা বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরের মতবিনিময়

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর সাথে গতকাল (২৩ মার্চ) মুনিরা ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আজকে চাঁদপুর জেলা বিএনপির এখানে আসছি, এ পরিবেশটা সারা বাংলাদেশে হওয়া উচিত। বিএনপির উচিত কম খেয়ে হলেও আরেকজনের বলা ভাই আপনিও খান। কারন বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আপনারা জেলা পর্যায়ে যদি এ আন্তরিক পরিবেশটা ধরে রাখেন, যারাই দেশে রাজনৈতিক দল আছে তাদের বলবে যে ভাই জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক জেলা পর্যায়ে আমরা একত্রিত থাকব। কোন সমস্যা থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সিনিয়র নেতৃবৃন্দ সমাধান করবে।

তিনি আরো বলেন, সৌজন্যতার বোধ থেকেও একজন সিনিয়র নেতার বাসা এভাবে পোড়ানো ঠিক হয়নি। মানিক ভাইয়ের বাসা এভাবে পোড়ানো চরম নির্মমতা। আমরা প্রতিহিংসার যে রাজনীতি বাংলাদেশে দেখেছি, আমরা চাই যে জুলাই আন্দোলনের পরে আমাদের প্রতিহিংসার রাজনীতি না থাকুক। স্বাভাবিক ভাবেও এখানে আওয়ামীলীগ, বিশেষ করে যেভাবে ক্ষমতা এসেছে তাদের ঘৃনিত কর্মকান্ড আমরা দেখেছি। আওয়ামীলীগ বাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সবার মাঝে সহমর্মিতা আছে, সহনশীলতা আছে, সুতরাং আওয়ামীলীগের প্রশ্নে আপনারা এক থাকেন। আওয়ামীলীগ যদি ফিরে না আসে তাহলে আগামীতে বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে।

এসময় উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ চাঁদপুর জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে।

সম্পর্কিত খবর