
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪মার্চ (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি মাহাবুবৃর রহমান স্বপন, জিলানী চিশতী কলেজে জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক মাহবুব খান বাবলু।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।