
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক খাঁন পারভেজ, সিনিয়র সহ সভাপতি মোঃ সোহাগ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক নাঈম হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোঃ মাহফুজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি ও সভাপতি পদপ্রার্থী ইয়াছিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইসমাঈল মুন্সি, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ইমন, আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জুয়েল আহমেদ প্রমূখ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদকে যদি কেউ আবারো উজ্জীবিত করতে চায়, তাহলে আমরা গত ১৫ বছরের মতো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদির ঠাঁই হবে না। ছাত্রদল নেতৃবৃন্দ আরো বলেন, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ এর দক্ষ নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল সুসংগঠিত ছিল।
কিন্তু সাংগঠনিক নির্দেশনা বাস্তবায়নে আমরা চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। তারপরও এ ইউনিয়নে যারা সক্রিয় হয়ে কাজ করেছে আগামী কমিটিতে তাদেরকে স্থান দেয়া হবে। উক্ত সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিপুপ্তি ঘোষণা করা হয়েছে এবং সহসাই নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।