তরপুরচণ্ডীতে কোর্টের রিসিভার নিয়োগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায় একটি সম্পত্তি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশক্রমে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার চাঁদপুর সদর মডেল থানার এসআই ফেরদৌস হোসেন ঘটনাস্থলে গিয়ে রিসিভার নিয়োগ নোটিশ লাগান। পরে প্রথম পক্ষ নাজমা বেগম ও দ্বিতীয় পক্ষ মোক্তার গাজীর কাছে রিসিভার নিয়োগ নোটিশের কপি উভয় পক্ষকে দিয়ে আসেন।

জানা যায়, আদালতের আদেশ অনুযায়ী বিরোধপূর্ণ সম্পত্তির শান্তিপূর্ণ ব্যবস্থাপনার স্বার্থে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদালতের মিস মামলা নং-২০৪/২৪ (দরখাস্ত মামলা নং-৬০৮/২৪), তারিখ ২৫/০২/২০২৫ অনুযায়ী, আদালত চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জকে উক্ত সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ দেন।

নির্দেশ মোতাবেক, হাল বি.এস. ২১০৫ নং খতিয়ানে, বি.এস. ৯২৪ দাগে মোট ৩.২৪ একর ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পত্তির কোনো ধরনের অনিয়ম বা অবৈধ দখল প্রতিরোধে রিসিভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনজীবী জানিয়েছেন, আদালতের এ সিদ্ধান্ত বিরোধপূর্ণ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে, সম্পত্তি নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।

স্থানীয়রা আশা করছেন, আদালতের এ নির্দেশের ফলে বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সম্পর্কিত খবর