
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তারেক রহমানের নির্দেশ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে।৩১ দফার কথা তুলে ধরতে হবে।নিজেদের মধ্যে মারামারি ও কলহ করা যাবেনা।
গতকাল ১৪ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই ওয়ার্ডে আমি ক্যাম্পিং করতে এসেছি সেদিন ছাত্রদল যুবদল আমাকে বাঁচিয়েছে। আমরা নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত হবো না। কারো কোন জায়গা জমি দখল চাঁদাবাজি করা যাবেনা।এই ওয়ার্ড বিএনপির ঘাঁটি। তারেক রহমান যা চায় আপনাদের তা করতে হবে।তারেক রহমান চায় আপনারা মানুষের কাছে যাবেন ৩১ দফার কথা তুলে ধরবেন। আমরা যদি তারেক রহমানের কথা না শুনি তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো।
তিনি আরো বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে কমিটি করতে হবে যাতে আগামী দিনে এই ওয়ার্ড আরো শক্তিশালী হয়।যাতে অন্যান্য ওয়ার্ড গুলো এই ওয়ার্ডকে দেখে শিখে।বিগত ১৫ বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি।আগামী দিনে যদি সেই নির্বাচনের জন্য কালক্ষেপন করে। তাহলে আপনাদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন,শরীফ উদ্দিন পলাশ ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুল কাদের বেপারী।
চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম তালুকদার ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন খান বোরহান,নজরুল ইসলাম বেপারী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন মাঝিসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সম্মেলনের শেষ পর্যায়ে পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি আনিছ বেপারীকে সভাপতি , কামাল মজুমদারকে সিনিয়র সহ-সভাপতি ,আসলাম তালুকদারকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সিকে যুগ্ম সম্পাদক ও সুমন বেপারীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।