
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, এই এলাকাতে এমন একজন লোক জন্মগ্রহণ করে বলে দাবী করেন, যার কোন ভোট লাগে না। ভোট ছাড়াই তারা প্রটোকল নিয়ে ঘুরেছেন। কিন্তু এলাকার তেমন কোন উন্নয়ন করে নাই। যেখানে বাকিলা দিয়ে ঘুরে এ ইউনিয়নে আসতে হয়।
মহামায়া থেকে রাস্তা অনেক ভাঙ্গা। আমরা কথা দিতে পারি, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে জনগণের দাবী, চাওয়া, আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আজকের এই দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কমিটিতে অন্যান্য সদস্য নির্বাচিত করবেন, তাদের মাধ্যমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের বিশেষ বার্তা আপনাদেরকে দিতে এসেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, সকলে মিলে যদি তারেক রহমানের নির্দেশনা পালন করি, তাহলে রামপুর ইউনিয়ন হবে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন। বিএনপির নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি সহ কোন কিছুতেই জড়াতে পারবেন না। যিনি জড়াবে, সেটা হবে তার ব্যক্তিগত বিষয়। দল সেটার দায় নিবে না। এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন। ইউনিয়নের কামরাঙা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত উক্ত সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ওলামা দলের আহবায়ক জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী, এ্যাড. জাকির হোসেন ফয়সাল, মোহাম্মদ আলী, আক্তার হোসেন সাগর, এ্যাড. জসিম উদ্দিন মেহেদী, সদস্য আবু তাহের খোকন, জাকির হোসেন তালুকদার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জুলহাস হোসেন বেপারী, সাধারণ সম্পাদক কাউছার হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ কাউছার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব আলম মিজি, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গাজী, ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাহাদী, সাধারণ মাহফুজ আহমেদ প্রমূখ।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং রামপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। সম্মেলনে রামপুর ইউনিয়ন বিএনপির পূণরায় সভাপতি তালিম হোসেন পাঠান ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ কে নির্বাচিত করা হয়।