চাঁদপুরে ৫শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ আসামী গ্রেফতার

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা পুলিশের অভিযানে ৫শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন এবং পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাজহারুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১৪ মার্চ ২০২৫) কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়ন হতে আসামী রাহাদুল ইসলাম রাব্বি (২২), পিতা-আনোয়ার হোসেন, মাতা-রেহানা আক্তার, সাং-জাহানাবাদ (নাজিমিয়া খলিফা বাড়ী), ২নং ওয়ার্ড, ৩নং চাষীরহাট ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালী থেকে ৫শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এদিকে শুক্রবার (১৪ মার্চ ২০২৫) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৫ বছরের সশ্রম ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম সাজা প্রাপ্ত আসামী মোঃ কামাল হোসেন সরকার (৩০), পিতা-মৃত ছানাউল্লাহ সরকার, স্থায়ী : গ্রাম- সুগন্ধি, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন।

এদিন শুক্রবার (১৪ মার্চ ২০২৫) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মদের সার্বিক দিক নিদের্শনায় এএসআই(নিরস্ত্র) মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন ধুলিয়া উড়ায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়াজী (২৯), পিতা- মৃত মোঃ তাজুল ইসলাম, গ্রাম- ধুলিয়া উড়া, উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর