আশিকাটিতে আল হিলাল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন আল-হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ইয়াছিন ফরহাদ রাসেল এর উদ্যোগে এলাকার সর্বজনীয়দের সাথে নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া বাইতুল আমান জামে মসজিদে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বাবুরহাট বাইতুল ফালাহ (বড় মসজিদের) খতিব মাওলানা মুফতি মোঃ ফারুক আহমেদ।

ইফতার মাহফিল অনুষ্ঠানে আল হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী ইয়াছিন ফরহাদ রাসেল, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সিরাজ প্রধানীয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিন হাওলাদার,

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মমিন খান, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন খান, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফারুক গাজী, বর্তমান সেচ্ছা সেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক, আল-হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হোসেন, সম্মানিত সদস্য ফরহাদ পালোয়ান, শাহদাৎ মোল্লা, নাজমুল মাল, কবির মাল, সাদ্দাম তালুকদার,আহাদ গাজী, হাবিব মাল, নাঈম মাল,আরিফ তালুকদার প্রমুখ।

এ সময় এলাকার সর্বস্তরের মুসল্লীগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর