
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪মার্চ (শুক্রবার) বাদ আসর মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানটি খু্বই সুন্দর। আয়োজকদের ধন্যবাদ জানাই। ১৯০১সালে অত্র মাদরাসাটি মরহুম ছমিরউদ্দিন কারী সাহেব প্রতিষ্ঠা করেন । ১৯৬৬সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব কামিল প্রতিষ্ঠা করেন। এ মাদরাসার অনেক প্রাক্তন ছাত্র দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ দ্বীনি প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে সকলেই সহযোগিতা করছে। লেখাপড়ার মানও ভালো। মাদরাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। অত্র মাদরাসার দক্ষ শিক্ষকমন্ডলী রয়েছে।
অনেকের সহযোগিতায় মাদরাসায় এগিয়ে যাচ্ছে। এ মাদরাসা একটি নতুন ৪তলা বিশিষ্ট একাডেমির ভবন করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন হয়েছে। আগামী আরো ভবন হবে। ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাদরাসায় অর্নাস খোলার ব্যাপারে আমি চেষ্টা করবো। মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে আ্যালামোনাই করার ক্ষেত্রে সহযোগিতা করবো। অনেক পুরনো ছাত্র আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা। সবাই মাদরাসায় ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করবেন। আজকে মাদরাসায় মিলনমেলা ঘটছে, মাদরাসার জন্য ভালো উদ্যোগ।
মাদরাসার প্রাক্তন ছাত্র সাংবাদিক ডা: মো: আবদুল্লাহ শাকুর এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও বাগাদী আহম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাও ড. আব্দুল মান্নান, শাহতলী আদর্শ একাডেমীর সুপার মাওলানা গিয়াস উদ্দিন আজম, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা মহিউদ্দিন, আল আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ নাসির উদ্দিন, সাবেক ছাত্র ও ব্যবসায়ী জাকারিয়া মহিউদ্দিন, সাবেক ছাত্র মাওলানা কামরুজ্জামান পাটওয়ারী, সাবেক ছাত্র মাওলানা ফখরুদ্দিন, সাবেক ছাত্র মাওলানা হেলাল উদ্দিন, সাবেক ছাত্র মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, মাদরাসার বতর্মান ছাত্র মেহেদী হাসান, মো: মাহফুজ, নুর মোহাম্মদ, সিয়াম।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সাবেক শিক্ষক মো: দেলোয়ার মাস্টার, সাবেক ছাত্র মাওলানা আবু হানিফ, বাজার ব্যবসায়ী মো: হেলাল মাল, সাবেক ছাত্র মাওলানা হাবিবুর রহমান, সাবেক ছাত্র মো: তাজুল ইসলাম, সাবেক ছাত্র বেলাল হোসাইন, অ্যাড নুরুজ্জামান পাটওয়ারী, অ্যাডভোকেট শরীফউদ্দিন পাটওয়ারী, মো: মোস্তফা সহ বিপুল সংখ্যক মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও দোয়া মিলাদ, মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিক।