
মহসিন হোসাইন: চাঁদপুর মতলব উত্তরে ১শ ৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল (২৬ ফেব্রুয়ারি) বুধবার মতলব উত্তর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি এর নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর (৬ক)দন্ড ১৫(১) এর ৪ (খ) ধারা লংঘন করায় ১শত ৮ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযুক্ত ব্যাক্তি হলেন-আব্দুর সাত্তার (৬৫), নজরুল স্টোর,ঠিকানা: ছেংগারচর বাজার, মতলব উত্তর, চাঁদপুর। যার হাজীগঞ্জ থানার মামলা নং- ৬৮/২৫। ধার্যকৃত জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ১শত ৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এসময় অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে মতলব উত্তরে একদল ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শণ, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।