
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব উওর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বেরিবাধ সংলগ্ন গালিম খাঁ তালতলী বরোপিট মৎস চাষী নামের একটি সমবায় সমিতি, পানি উন্নয়নে বোর্ডে সরকারি ৮ একর ৮৫ শতাংশ জায়গা লিজ না নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে মাছ চাষ করে, এখন রাতের আধারে মাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানাযায় সরকারি লিজ বন্ধ থাকায়, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিটি কেউই লিজ নিতে পারেনি। কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে গালিম খাঁ তালতলী বরোপিট মৎস চাষী সমবায় এর নামধারী কিছু অসাধু ব্যাক্তিরা অবৈধভাবে মাছ চাষ করে, রাতের আধারে মাছ বিক্রি করছে। যাহা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
এলাকার একাধিক ব্যাক্তিরা বলেন ২০২৩ সালের ২ অক্টোবর পাউবো থেকে এ জলাসয়ে মাছ চাষ, বিক্রির নিষেধাজ্ঞার সাইনবোর্ড সাটিয়ে দিয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই কে বা কারা রাতের আধারে সাইনবোর্ডটি সরিয়ে ফেলে । তারা সরকারি নির্দেশ অমান্য করে মাছের চাষ করে আসছে । সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য পাউবোর দায়িত্বরত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।
এ বিষয়ে মাছ বিক্রেতা গিয়াসউদ্দিন বলেন আমরা লিজের আবেদন করেছি । আমাদের প্রায় ২শর বেশী সদস্য আছে এ মৎস সমিতিতে। আমরা সবাই মিলে চাষ করি ।
এবিষয়ে চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সেলিম শাহেদের সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন বিষয়টি আমি জানিনা বিস্তারিত জেনে আমি ব্যবস্থা নিব।