
চাঁদপুর খবর রিপোর্ট : আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি।
এই সভার মধ্য দিয়ে সারাদেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি। ঢাকায় বিএনপির বর্ধিত সভায় চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর থানা) থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেবেন চাঁদপুরে বিএনপির কাণ্ডারী, দুঃসময়ে দলের নেতা-কর্মীদের সংগঠিত ও আগলে রাখা, কারা নির্যাতিত প্রভাবশালী নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় চাঁদপুর জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবসহ চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ২০১৮ সালের নির্বাচনে মনোনয়নপ্রাপ্তরা অংশগ্রহণ করবেন। বিএনপির এই বর্ধিত সভায় দলের তৃণমূল নেতা-কর্মীদের বক্তব্য শুনবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবেন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রস্তুতির গ্রীন সিগন্যালও।
নিজ নিজ এলাকার সমস্যা ও সংগঠনকে শক্তিশালী করতে নিজেদের মতামত তুলে ধরবেন দলটির নেতা-কর্মীরা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে: ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, এয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।