বাংলাবাজার আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাংলাবাজার আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাবাজার আদর্শ একাডেমির মাঠে একাডেমি সভাপতি চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

একাডেমির প্রধান শিক্ষক মোঃ মাসুদ কবিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আইন কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসান, আইন কর্মকর্তা এডভোকেট আবদুল কাদের খান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আহমেদ পাটোয়ারী প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা কেবল শারীরিক বিকাশের জন্য নয়, এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস, এবং মনোসংযোগ বৃদ্ধি করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, এবং দলের সঙ্গে সমন্বয় করতে শেখায়, যা তাদের ভবিষ্যতের জীবনে সহায়ক। খেলাধুলা দলবদ্ধভাবে কাজ করার এক উত্তম মাধ্যম। দলগত খেলাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরকে সহায়তা করতে এবং একসাথে লক্ষ্য অর্জন করতে শিখে, যা তাদের জীবনে সংগঠন এবং সহযোগিতার গুরুত্ব বুঝতে সহায়ক হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জানায় যে, সাফল্য অর্জনে পরিশ্রম এবং অধ্যবসায়ের কোন বিকল্প নেই। খেলা তাদের শেখায় কিভাবে হারতে, না ভয় পেয়ে, আবার নতুন উদ্যমে চেষ্টা করতে হয়। অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তারা বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করতে পারেন। শুধুমাত্র শিক্ষায় নয়, খেলাধুলায়ও তাদের উৎসাহিত করা দরকার, কারণ এটি শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে।

খেলাধুলা এবং শিক্ষার মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। দুটি ক্ষেত্রই একে অপরের পরিপূরক, এবং সমান গুরুত্ব দেওয়া উচিত। একজন সফল মানুষ শুধুমাত্র ভালো শিক্ষার্থী হলে নয়, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেও সফল হয়। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও আমন্ত্রিত অতিথি সহ স্থানীয় গণ্যমানব ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাডেমীর শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সম্পর্কিত খবর