
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলা পরিষদের ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. মাসের মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মাদক ব্যবসায়ী, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স ভূমিকায় থাকার ঘোষণা দেন। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা আমাদের বরাবরের মতোই ভালো। আইন-শৃঙ্খলা যত শক্ত অবস্থানে থাকে মাদকের ব্যবসা ততই কম থাকে। পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর উপর গুরুত্ব প্রদান করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আল এমরান খানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহরীন আফরিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম,
উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সিফাত উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোঃ হারুনুর রশীদ হীরা প্রমুখ।
এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।