
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর অঞ্চলের নৌপথ ও চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
আসন্ন রমজানকে সামনে রেখে লঞ্চ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং লঞ্চ ছাড়ার আগে কেবিন ও ডেক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, লঞ্চে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে ।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহাম্মদ, পিপিএম জানিয়েছেন, “নৌ পুলিশের অফিসার ও সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
এছাড়া, ২৬ ফেব্রুয়ারি রাত ০০:১০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছে। তারা টার্মিনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌ পুলিশের চলমান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নৌ পুলিশের পক্ষ থেকে সকল যাত্রী, লঞ্চ স্টাফ ও সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে— কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ নৌ থানায় বা ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সেই সাথে গুজবে কান না দিয়ে নৌ পুলিশের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।