
মহসিন হোসাইন: চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় রাতের আঁধারে পৌরসভার মেনহোল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত পরশুদিন (২২ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে, ওয়্যারলেস বাজার সেকান্তর মাওঃ খানবাড়ী কবরস্থান সড়ক, সিটি কলেজের পিছনে।
বিষয়টি সম্পর্কে স্থানীয় কয়েকজন দৈনিক চাঁদপুর খবর প্রতিনিধিকে জানানোর পর সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার কাজ চলমান অবস্থায় নতুন মেনহোল লাগানো হয়েছে কয়েকদিন হলো মাত্র।
কিন্তু কেবা কারা রাতের আঁধারে পৌরসভার এই মেনহোল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ করার পর স্থানীয় এক এলাকাবাসীর বাড়ীর সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে,২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩ টার দিকে দু’জন ব্যাক্তি মাথায় করে মেনহোল নিয়ে যাচ্ছে।
সিসি ক্যামেরার ফুটেজে ছবি ঘোলাটে দেখা যাওয়ায় তাদেরকে চেনা যাচ্ছেনা। তাই নাম পরিচয় জানা যায়নি। এরপর বিষয়টি নিয়ে চাঁদপুর সদর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া’কে জানানো হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে যেহেতু আমি অবগত হয়েছি, সেহেতু আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং নতুন আরেকটি মেনহোল বসানোর ব্যাবস্থা করবো।
স্থানীয় রুবেল ও এলাকার অন্যান্যরা জানান, এইভাবে যদি রাতের আঁধারে এগুলো চুরি করে নিয়ে যায় তাহলে কাজ করে লাভ কি। পৌরসভার ক্ষতি আমাদের এলাকাবাসীরও ক্ষতি। তাই বিষয়টি নিয়ে তাঁদের এলকাবাসী বেশ উদ্বিগ্ন রয়েছেন। কারণ নয়তো যেকোনো সময় হাঁটতে গিয়ে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা।
তাই যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে খুব দ্রুত যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বলে তারা দাবি জানিয়েছেন।