শাহতলী জিলানী চিশতী উবির ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীর নিজস্ব অর্থায়নে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও এসএসসি পরীক্ষার্থী-২০২৫ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন।

প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী আমার অত্যন্ত আস্থাভাজন আন্তরিক ব্যক্তিত্ব। প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। আমি স্মরণ করছি ১৯৫২ সালের শহীদদের ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের। যারা আহত হয়েছে তাদের সুস্থ্যতা কামনা করছি। আজকের অনুষ্ঠানের জন্য কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এ ক্যাম্পাস। বিসিএস এ আসন সীমিত। তাই তোমাদের প্রতিভাকে জাগ্রত করতে হবে। ছাত্র জীবনে প্রতিভাকে জাগ্রত করা যায়। আমার বিশ্ব আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছ। শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তোমাদের সতর্ক হতে হবে। আচরণ, জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিভিত্তিক মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে নেতৃত্ব দানের গুণাবলী থাকতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে হিসেবে গড়ে তুলতে হবে। তরুণরাই আগামীর বাংলাদেশের স্থপতি। বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোতে তরুণরাই উন্নতির চাবিকাঠি হিসেবে কাজ করছে। তোমরাই আগামীর সম্ভাবনা। প্রত্যেকটা মানুষের আলাদা একটি বৈশিষ্ট্য ও প্রতিভা আছে। আমাদের দক্ষ মনোবল অর্জন করতে ও দক্ষ মনোবলের অধিকারী হতে হবে। প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি দক্ষতা নির্ভর জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের টার্গেট থাকতে হবে কিভাবে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করা যায়। বাংলাভাষার পাশাপাশি অন্য একটি বিদেশী ভাষায় শিক্ষা অর্জন করতে হবে। এতে তোমরা হবে ব্র্যান্ড বা জনশক্তি। সম্ভাবনার প্রথম ধাপ এসএসসি পরীক্ষা, তাই এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আজকের দুটি প্রোগ্রাম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও স্কুলের ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ। এ প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী, তিনি শাহতলী কামিল মাদ্রাসার এম.এ (কামিল) স্তরের প্রতিষ্ঠাতা। এ এলাকায় এখন শিক্ষার আলোয় আলোকিত। এখান থেকে পাশ করে শিক্ষার্থীরা আজ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন প্রতিষ্টানে কর্মরত রয়েছে এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আজকে শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছো, তাই সকলকে ধন্যবাদ। এ বছর থেকে তোমাদের স্কুল ড্রেসের কালার পরিবর্তন করা হয়েছে। তোমরা আগামীতে নতুন কালারে স্কুল ড্রেস বানাবে। তোমাদের পাশে রয়েছে জিলানী চিশতী কলেজ। সকলে এসএসসি পরীক্ষায় পাস করে এ কলেজে ভর্তি হতে পারবে। এ কলেজে শিক্ষার মান অনেক ভালো। তোমরা মানবিক ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে। তোমরা স্বপ্ন দেখবে, বিসিএস ক্যাডার হবে। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং এর জন্য স্বপ্ন তোমাদের থাকতে হবে।

তিনি বলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মনোয়ার সাহেব একজন মানবিক ও জনবান্ধব অফিসার। তিনি যথেষ্ট আন্তরিক দায়িত্বশীল ব্যক্তি। তিনি শিক্ষার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। আমি জুলাই আগস্ট গণঅভ্যুথানে যারা শহিদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি। তোমরা শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের কর্ণধার। এ বাংলাদেশকে তোমাদেরই এগিয়ে নিতে হবে। এ জেলার অভিভাবক মাননীয় জেলা প্রশাসক সব কিছু খেয়াল রাখছেন। আইনশৃঙ্খলা ব্যবস্থা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন বিদায় যেহেতু কষ্টের, ভালো কিছু পাবার জন্য। তোমাদের চলাচলের পথে কোন সমস্যা সৃষ্টি হলে আমাদেরকে জানাবা আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত ভালো এর সুনাম তোমাদের ধরে রাখতে হবে। আমি আশা করছি তোমরা সকলে পাশ করে এ বিদ্যালয় এর সুনাম অর্জন করবে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এই সময় পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর সাহাতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি,

৪নং ওয়ার্ড(শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, ৪নং ওয়ার্ড ( শাহতলী) বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল আউয়াল গাজী।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক গিয়াসউদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন কে স্বাগত, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

সম্পর্কিত খবর