মোবাইল ব্যবসায়ী ইউসুফ হত্যার খুনিদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার! চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটে’র মোবাইল ব্যবসায়ী ইউসুফ পাটওয়ারী কে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে তাঁর নিকট আত্নীয় খুনি মোঃ রমজান প্রধানিয়া, হাজেরা বেগম ও খুনি মঈনুদ্দিন প্রধানিয়া।

গত ১৬ই’ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ঘোষের হাট সংলগ্ন পশ্চিম কুমারডুগী গ্রামের পাটওয়ারী বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।নিহত ইউসূফ পাটওয়ারীর মা বলেন-বাড়ির জমি সংক্রান্ত কেন্দ্র করে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে।

এতে ঘটনা স্থলেই ইউসূফ মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপরদিকে আমার বড় ছেলে ইব্রাহিম পাটওয়ারী বাঁধা দিতে আসলে তাকেও শরীরের বিভিন্ন জাগায় কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক সদর হাসপাতালে নেওয়া হলে,কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা বেগতিক দেখে ঢাকা রেফার করেন।

তাঁর অবস্থাও তেমন ভালো না।খুনিরা হলেন মোঃ রমজান প্রধানীয়া, হাজেরা বেগম ও খুনি মঈনুদ্দিন প্রধানিয়া কে আটক করা হলেও বাকী ২ খুনি পালিয়ে রয়েছে। আটককৃত ৩ খুনি সহ পালিয়ে থাকা ২ খুনিকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে এলাকাবাসীরা মানববন্ধন করেন। গত শুক্রবার বাদ জুমা চাঁদপুর- হাজীগঞ্জ ঘোষের হাট মহাসড়কে অবস্থিত পশ্চিম কুমারডুগী গ্রামে কয়েকটি মসজিদের মুসল্লী,মিয়ার বাজারে ব্যবসায়ী সহ কয়েক শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন- উক্ত মানববন্ধনে অংশ নেন-পশ্চিম কুমারডুগী খান বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ গিয়াস উদ্দিন আজম,অত্র মসজিদের সভাপতি সোলাইমান পিন্টু পাটওয়ারী, সেক্রেটারির মাসুদুর রহমান, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজ খন্দকার, মামুন খন্দকার,মানিক খান, মাওঃ মিজানুর রহমান, মিন্টু মিজি,সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর,

সোহাগ খান,আঃ খালেক পাটওয়ারী, আঃ রহমান, মোঃ বিল্লাল খান, মাহফুজ খান, মাহবুব আলম গাজী, কামরুল পাটওয়ারী, লতিফ হাজী, ব্যবসায়ী হান্নান পাটওয়ারী, ওজির মিজি, শহীদুল্ল্যাহ খান, আহসান উল্ল্যাহ খান, আল আমিন খান, আনোয়ার মজুমদার, ব্যবসায়ী আসলাম, রিয়াদ পাটওয়ারী, রসুল খান, হাফেজ সালাউদ্দিন, সৈকত খান,নান্নু,কাওসার আহমদ, মাহফুজ খান, নূরুল ইসলাম খান,

আনোয়ার হোসেন খান, আহমেদ আলী খান,মনির হোসেন পাটওয়ারী, বজু পাটওয়ারী, দিদার খান, হান্নান খান, ফরিদ খান,ডা. ফরিদ,লিয়াকত খান, রাসেদ মিজি, কাওসার মিজি,এসময় মানববন্ধনে অংশ নেন নিহত ইউসুফ আলীর মা হনুফা বেগম, এবং তার বোন নাসিমা বেগম, আমেনা, নিহত স্ত্রী হালিমা বেগম ও তার দুটি সন্তান তৌসিফ পাটওয়ারী (১৪), ইয়ামিন পাটওয়ারী (১১), রেহেনা বেগম সহ ভূক্তভোগী পরিবার, মিয়ার বাজার ব্যবসায়ী ও বিভিন্ন মসজিদের মুসল্লী সহ স্থানীয়রা খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন।

সম্পর্কিত খবর