আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

ইব্রাহিম খান : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে

একটি র‍্যালি নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

প্রভাত ফেরি ‌‌‌‌র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় দলীয় নেতা কর্মীদের শপথ বাক্য পাঠ করার সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ,আমাদের ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনঃ উদ্ধার আন্দোলনে ছাত্রদলের রতনকে গুলি করে হত্যা। তার লাশ এখনো আমাদের চোখের সামনে ভাসে। আমাদের এই চাঁদপুরে ২০১২ সালে দুই মাসের ব্যবধানে চারটি লাশ পড়েছে, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর গুলিতে। সুতরাং ৫২ এর অমর একুশে ফেব্রুয়ারিতে যারা মাতৃভাষার জন্য মৃত্যুবরণ করেছে, তাদেরকে যেভাবে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে। গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে যারা মারা গিয়েছে তাদের সকলকে শহীদি মর্যাদা দিতে সরকারকে অনুরোধ করছি।

শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অনেক কুচক্রী মহল বিভিন্নভাবে উস্কানি দেবার চেষ্টা করছে। যাদেরকে গত ১৭ বছর আমরা দেখি নাই, আমাদের সাথে যাদের আন্দোলন করার কথা ছিল। অনেককে দেখেছি, মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের মিছিলে চুপ করে ঢুকেছে। আজকে বড় বড় কথা বলছে। আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। আমাদের সকলের কাছে নাম জানা আছে। সবাইকে সজাগ থাকার অনুরোধ করছি।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক
আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চাঁদপুর জেলা সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম,অ্যাড. হারুনুর রশীদ,আফজাল হোসেন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী,সহ-সভাপতি অ্যাড. কোহিনুর রশিদ জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি,সদস্য সচিব শামসুল আরেফিন খান,

তাঁতি দলের আহবায়ক আলী আহমদ কমিশনার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

 

সম্পর্কিত খবর