
মহসিন হোসাইন: চাঁদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল (২১ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী তারুণ্যের উৎসব মেলা মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিদ ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ভাষার ইতিহাস খুঁজতে গেলে দেখা যায়, একমাত্র বাঙালিরাই বিশ্বের মধ্যে ভাষার জন্য জীবন দিয়েছিলেন। যা আর কোনো দেশে দেখা যায় না।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষা এনে দিয়েছে,তাদের এই ভাষা আন্দোলনকে শুধু ভাষার মধ্যেই সীমিত না রেখে এটি সবাই লালন করতে হবে,এর বিস্তার সম্পর্কে জানতে হবে, জানাতে হবে।
ভাষা আমাদের অধিকারের শিক্ষা দেয়। কেবল ভাষার অধিকার খুঁজলে হবেনা।তারমধ্যে রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার।ভাষার অধিকার যেভাবে নিয়েছি, আমাদের এই বর্তমান রাষ্ট্রকাঠামোর সাথে এই অধিকার গুলোও সেভাবে বুঝে নিতে হবে।
আমরা আজ এই মঞ্চে শিক্ষকদেরকে বেঁচে নিয়েছি কারণ, এই শিক্ষকরাই আগামীতে শিক্ষার্থীদের শিক্ষা দিবে। তাঁদের প্রকৃত শিক্ষা থেকেই আগামীতে শিক্ষার্থীরা ভাষার ইতিহাস জানতে পারবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারা দেশের জন্য রক্ত দিয়েছিল, কেন দিয়েছিল, এই বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ আলোচনা করতে হবে, তাদেরকে শেখাতে হবে শিক্ষার মাধ্যমে।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীরা প্রভাত ফেরী, শহিদ মিনার, শ্রদ্ধা নিবেদন বিষয়ে জানতে চায়। এগুলো কেন, কি জন্য করা হয়, কি জন্য সেখানে যাওয়া হয়। তাই শিক্ষকদের মাধ্যমেই আগামীর ভবিষ্যৎ প্রজন্মের নিকট এগুলোর বিস্তারিত তুলে ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে বাংলা ভাষায় ইতিহাস সম্পর্কে জানাতে হবে,তাহলেই বাংলা ভাষার অধিকার সংরক্ষণ হবে। এছাড়াও তিনি বাংলা ভাষার উপর ব্যাপক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আমরা যদি দেশ প্রেমিক বাঙালী পেতে চাই তাহলে আপনাদের শিক্ষকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বলে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষকদের বিশেষভাবে অবগত করেন।
এসময় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদ উজ-জামান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক এনামুল হক, কবি এবং প্রাবন্ধিক মিজানুল ইসলাম মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা,চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:)শোয়াইব, নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।