
চাঁদপুর খবর রিপোর্ট : আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুরের চর উমেদ এলাকায় স্থানীয় জেলেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মহসিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব।
এছাড়াও সভায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, জেলা মৎস্য কর্মকর্তা, স্টেশন কমান্ডার কোস্ট গার্ডসহ অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় জেলেদের জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং আসন্ন অভিযানের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অবৈধ জাল ব্যবহার করে যাতে কেউ জাটকা নিধন না করে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও, সরকার ঘোষিত অভয়াশ্রম এলাকায় মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জেলেদের পরামর্শ দেওয়া হয়।
সভায় বক্তারা জানান, অভিযান চলাকালীন সময়ে নৌ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কোনো আক্রমণ যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
পরে, এদিন বিকাল ৪ টায় চাঁদপুর সদর থানার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে জাটকা সংরক্ষণে জেলেদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও সারাদিন মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলেদের সাথে এ সংক্রান্ত মতবিনিময় কার্যক্রম অব্যাহত ছিল।
উক্ত মতবিনিময় সভাগুলোতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, জেলা মৎস্য কর্মকর্তা, স্টেশন কমান্ডার, কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।