
স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ এবং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আল এমরান খাঁন।
সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিতাই চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুরের সাড়া জাগানো অরাজনৈতিক সংগঠন আল-হিলাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইয়াছিন ফরহাদ রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, ঢাকাস্থ সেনগাঁও সমাজকল্যাণ সংঘের আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর তালুকদার, আশিকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সরকার, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম লিটন, আশিকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান তালুকদার সহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী রাত্রী রানী।